বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা সোনালী ব্যাংক লিমিটেড বিবেচ্য সাল-২০১৭

March 15, 2017 | by ITD-2

বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা

সোনালী ব্যাংক লিমিটেড

বিবেচ্য সাল-২০১৭

ক্র/নং

বিষয়/ক্ষেত্র

প্রস্তাবিত বিষয়

(গৃহীতব্য কাজের নাম)

বাস্তবায়নকাল

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

প্রত্যাশিত ফলাফল (কাজটি সম্পন্ন হলে গুণগত বা পরিমাণগত পরিবর্তন আসবে)

পরিমাপ (প্রত্যাশিত ফলাফল তৈরী হয়েছে কি না তা পরিমাপের মানদন্ড)

শুরু তারিখ

সমাপ্তির তারিখ

১.

ইনোভেশন কর্মপরিকল্পনা প্রণয়ন

এই ব্যাংকের বার্ষিক ইনোভেশন কর্মপরিকল্পনা প্রণয়ন

০১/০১/২০১৭

৩১/১২/২০১৭

ইনোভেশন অফিসার

পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম সম্পাদিত হবে।

৩টি সেবা কার্যক্রম।

২.

সভা

প্রতি মাসে ইনোভেশন টিমের সভা আহবান।

০১/০১/২০১৭

৩১/১২/২০১৭

ইনোভেশন অফিসার/সদস্য সচিব, ইনোভেশন টিম

কার্যক্রম পর্যালোচনা, তদারকী, মানোন্নয়ন ও মূল্যায়ন সম্ভব হবে।

১২ টি ইনোভেশন টিমের

সভা।

৩.

প্রতিবেদন

ইনোভেশন টিমের বাৎসরিক (২০১৬) প্রতিবেদন প্রস্ত্তত ও প্রেরণ।

০১/০১/২০১৭

৩১/১২/২০১৭

ইনোভেশন অফিসার/ ইনোভেশন অফিসার

ইনোভেশন কার্যক্রম পর্যালোচনা,   ও মূল্যায়ন এবং এ সংক্রান্ত দালিলিক প্রমানক সংরক্ষণ সম্ভব হবে।

প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ এবং ব্যাংক ও আর্থিক বিভাগে প্রেরণ।

৪.

উদ্ভাবনী ধারনা

 

উদ্ভাবনী ধারনা আহবান ও যাচাই, বাছাইপূর্বক অগ্রাধিকার ভিত্তিতে সঙ্কলন ও সংরক্ষণ।

০১/০১/২০১৭

৩১/১২/২০১৭

ইনোভেশন অফিসার/সদস্য সচিব, ইনোভেশন টিম

উদ্ভাবনী ধারনা পর্যালোচনা  ও মূল্যায়ন এবং এ সংক্রান্ত দালিলিক প্রমানক সংরক্ষণ সম্ভব হবে। প্রত্যেক শাখায় উদ্ভাবনী ধারনা সম্পর্কে অনুপ্রানিত হবে।

উদ্ভাবনী ধারনার সংকলন প্রস্ত্ততকরণ এবং প্রযোজ্য ক্ষেত্রে আইডিয়া ব্যাংকে আপলোড করা।

৫.

উদ্ভাবনী ধারনার পাইলটিং

উদ্ভাবনী উদ্যোগ পাইলটিং এর কার্যক্রম গ্রহণ।

০১/০১/২০১৭

৩১/১২/২০১৭

ইনোভেশন অফিসার

উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন।

৩টি পাইলটিং সম্পন্ন। EPP এর আওতায় G2P

(সোনালী ভাতা), P2G  ও P2P বাস্তবায়ন করা হবে।

৬.

উদ্ভাবনী উদ্যোগের অভিজ্ঞতা অর্জন

উদ্ভাবনী উদ্যোগের বাস্তবায়ন ও তদারকী এবং এ সংক্রান্ত অর্জিত অভিজ্ঞতা (সফল/ বিফল) প্রতিবেদন আকারে প্রস্ত্ততকরণ।

০১/০১/২০১৭

৩১/১২/২০১৭

ইনোভেশন অফিসার

উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন ও সফলতা/ বিফলতার প্রতিবেদন প্রস্ত্ততের মাধ্যমে প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

৩টি উদ্যোগ বাস্তবায়ন এবং ৩টি প্রতিবেদন প্রস্ত্তত করা হবে।

৭.

জাতীয়ভাবে

বাস্তবায়ন

উদ্ভাবনী পাইলট প্রকল্প দেশব্যাপী বাস্তবায়ন।

০১/০১/২০১৭

৩১/১২/২০১৭

জিএমও/পিও/আরও প্রধানগণ

 পাইলটিং এ সফল সম্প্রসারণযোগ্য উদ্ভাবন জনবান্ধবতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

৩টি প্রকল্প দেশব্যাপী সম্প্রসারণ ও  বাস্তবায়ন।

৮.

উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি

উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইনোভেশন সংক্রান্ত প্রশিক্ষণ/কর্মশালা/শিক্ষাসফর আয়োজন।

০১/০১/২০১৭

৩১/১২/২০১৭

ইনোভেশন অফিসার

প্রশিক্ষণ/কর্মশালার মাধ্যমে উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি পাবে।

৫ টি  প্রশিক্ষণ/কর্মশালা/ শিক্ষাসফর আয়োজন। প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এ বিষয়টি কোর্সে অর্ন্তুভূক্ত করে মানদন্ড নির্ণয় করবে।

৯.

সোশ্যাল মিডিয়ার ব্যবহার

ওয়েব সাইটে ইনোভেশন কর্নার স্থাপনের মাধ্যমে ফেসবুক গ্রুপের সম্প্রসারণ।

০১/০১/২০১৭

৩১/১২/২০১৭

ইনোভেশন অফিসার/ প্রোগ্রামার

দ্রুত ও কার্যকরী যোগাযোগের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়ার যথাযথ ব্যবহার।

এই ব্যাংকের বিভিন্ন সেবার তথ্য ও সেবা পেতে সহায়তা প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ ওয়েব সাইটে প্রদর্শন। জনগনের সাড়ার মাধ্যমে/ মাঠ জরিপের মাধ্যমে/ অভিযোগের সংখ্যার উপর।

১০

ই-সেবা ও ফাইলিং কার্যক্রম

ই-ফাইল ব্যবস্থাপনা ও      ই-সেবা বাস্তবায়ন।

০১/০১/২০১৭

৩১/১২/২০১৭

ইনোভেশন অফিসার ও জিএমও/পিও/আরও প্রধানগণ

সংক্ষিপ্ত সময়ে নথিতে সিদ্ধান্ত গ্রহণ যা সেবা গ্রহণকারী প্রত্যাশিত সেবা প্রদান নিশ্চিত করবে। ই-সেবার মাধ্যমে জনগণকে সুলভে এবং সহজে সেবা প্রদান।

হার্ড কপি প্রেরণের পরিমাণ হ্রাস পাওয়ার মাধ্যমে।


ইনোভেশন টিম কর্তৃক প্রণীত