Sonali eWallet

Sonali e-Wallet
২) সোনালী ই-ওয়ালেটঃ সোনালী ই-ওয়ালেট সোনালী ব্যাংকের ডেভেলপকৃত ২য় মোবাইল অ্যাপ। এটি একটি পরিপূর্ন ডিজিটাল ব্যাংকিং সল্যুশন। এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা ঘরে বসে ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। ২০২১ সালে ১৭ মার্চ এই অ্যাপটি প্লে-স্টোরে উন্মুক্ত করা হয়। এর মধ্যে দিয়ে সোনালী ব্যাংক অ্যাপ ভিত্তিক ইন্টারনেট ব্যাংকিং জগতে তার নাম লেখায়। বর্তমানে অ্যাপটি এন্ড্রোয়েড এবং আই ও এস – দুই ভার্সনে পাওয়া যাচ্ছে। দেশ অথবা বিদেশ যেকোন যায়গায়  বসে গ্রাহকেরা এই অ্যাপটি ব্যবহার করে এর সুবিধা পাচ্ছেন। বর্তমানে এই অ্যাপে নিম্নোক্ত ফিচার গুলো পাওয়া যাচ্ছে- সোনালী ই-ওয়ালেট অ্যাপে ইতোমধ্যে ৭ লাখের ও বেশী একটিভ ইউজার রয়েছে। প্লে স্টোর থেকে অ্যাপটি ১০ লাখের ও বেশী বার ডাউনলোড করা হয়েছে।