Last updated on 30-09-2024 | Agent Banking

সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেটের সেবাসমূহ

  • সঞ্চয়ী হিসাব (একক ব্যক্তি): হিসাব খোলা, নগদ জমা/উত্তোলন, ট্রান্সফারজমা/উত্তোলন।
  • চলতি হিসাব (একক ব্যক্তি): হিসাব খোলা, নগদ জমা/উত্তোলন, ট্রান্সফারজমা/উত্তোলন।
  • এসএনডি হিসাব: হিসাব খোলা, নগদ জমা/উত্তোলন, ট্রান্সফারজমা/উত্তোলন।
  • স্কুল ব্যাংকিং স্কিম হিসাব: হিসাব খোলা, নগদ জমা/উত্তোলন, ট্রান্সফারজমা/উত্তোলন।
  • সোনালী সঞ্চয় স্কিম হিসাব: হিসাব খোলা, নগদ/ট্রান্সফার পদ্ধতিতে কিস্তিজমা।
  • স্থায়ী আমানত হিসাব: হিসাব খোলা, ট্রান্সফার পদ্ধতিতে আমানত জমা।
  • ব্যাংকের শাখায় পরিচালিত সঞ্চয়ী, চলতি, এসএনডি ও এসডিএস হিসাবে নগদ ও ট্রান্সফারজমা।
  • সোনালী এজেন্ট ব্যাংকিং হিসাবে EFT বৈদেশিক রেমিট্যান্স জমার সুবিধা।
  • আউটলেট থেকে ওয়েব/পিনভিত্তিক বৈদেশিক রেমিট্যান্সনগদ পরিশোধ সুবিধা।
  • BEFTN & RTGS Inward এবং BEFTN & RTGS Outward লেনদেন সুবিধা।
  • Sonali e-Wallet এবং Sonali e-Sheba ব্যবহারের সুবিধা।
  • চেক ইস্যু এবং চেকের মাধ্যমে এ ব্যাংকের শাখায় লেনদেন এর সুবিধা।
  • হিসাবধারীদের অনুকূলে সংশ্লিষ্ট তত্ত্বাবধানকারী শাখা থেকে ডেবিটকার্ড ইস্যু ও লেনদেন সুবিধা।
  • বিশেষ সুবিধা: সপ্তাহে ০৭ (সাত) দিন সকাল ০৮.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত নগদ জমা/উত্তোলন।