মাসিক উপার্জন প্রকল্প
Monthly Earning Scheme (MES)
ক) হিসাবের মেয়াদকাল : ৩(তিন) বছর ও ৫(পাঁচ) বছর।
খ) এককালীন জমার পরিমাণঃ  : ৫০,০০০ টাকা বা এর গুণিতক ।
গ) সুদের হার :

ক) ৩ বছরের জন্য ৯.০০% সরল হারে

খ) ৫ বছরের জন্য ১০.০০% সরল হারে

ঘ) মুনাফা :

মাসিক ভিত্তিতে মুনাফা/সুদ নিম্নোক্ত হারে প্রদান করা হয়।

আমানতের পরিমাণ ৩ বছর মেয়াদে মাসিক প্রদেয় মুনাফা

 ৫ বছর মেয়াদে মাসিক প্রদেয় মুনাফা

৫০,০০০.০০ ৯.০০% সরল মুনাফায় প্রতি মাসে ৩৭৫.০০ টাকা ১০.০০% সরল মুনাফায় প্রতি মাসে ৪১৭.০০ টাকা
১,০০.০০০.০০ ৯.০০% সরল মুনাফায় প্রতি মাসে ৭৫০.০০ টাকা ১০.০০% সরল মুনাফায় প্রতি মাসে ৮৩৪.০০ টাকা
   
ঙ) মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলেঃ : -হিসাব খোলার ১(এক) বছর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে কেবলমাত্র মাসিক ভিত্তিতে উত্তোলনকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ১(এক) বছরের অধিক কিন্তু ৩(তিন) বছরের কম হলে ৭% হারে সরল সুদসহ মাসিক ভিত্তিতে উত্তোলনকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ৩(তিন) বছরের অধিক কিন্তু ৫(পাঁচ) বছরের কম হলে ৮% হারে সরল সুদসহ মাসিক ভিত্তিতে উত্তোলনকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট টাকা ফেরত দেয়া হবে।
চ) ঋণসুবিধাঃ   স্থিতির তাৎক্ষণিক নগদায়ন মূল্যের  সর্বোচ্চ ৯০%। সুদের হার আমানত হিসাবে প্রদত্ত  সুদ হারের ২% উর্দ্ধে।
ছ) মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলে : - হিসাব খোলার ১(এক) বছর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে শুধুমাত্র জমাকৃত মূল টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ১(এক) বছরের অধিক কিন্তু ৩(তিন) বছর পর্যন্ত ৫% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ৩(তিন) বছরের অধিক কিন্তু ৫ বছরের কম হলে ৬% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
- হিসাবের মেয়াদ ৫(পাঁচ) বছরের অধিক কিন্তু ১০(দশ) বছরের কম হলে ৭% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
জ) ঋণসুবিধা : তাৎক্ষণিক নগদায়ন মূল্যের সর্বোচ্চ ৯০% । সুদের হার আমানত হিসাবে প্রদত্ত সুদ হারের ২% উর্দ্ধে।