স্বাধীন সঞ্চয় স্কীম
Shadheen Sanchay Scheme (SSS)
ক) হিসাবের মেয়াদকালঃ : ৫ (পাঁচ) / ১০ (দশ) বছর
খ) প্রাথমিক জমার পরিমাণঃ :

নূন্যতম ১০০০/- টাকা জমা দিয়ে হিসাব খুলতে হবে।

মাসের যে কোন সময় যে কোন পরিমাণ টাকা জমা করতে পারবেন। তবে ৬ (ছয়) মাসে নূন্যতম ৫০০.০০ টাকা জমা করতে হবে।অন্যথায় হিসাবটি বন্ধ হয়ে যাবে।

গ) সুদের হার : সঞ্চয়ী হিসাবে বিদ্যমান মুনাফা হারের অতিরিক্ত ২% হারে মাসিক জমার উপর অর্ধ বার্ষিক ভিত্তিতে মুনাফা প্রদেয় হবে।
ঘ) হিসাব খোলার নিয়মাবলীঃ :

-১৮বা তদূর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে/ব্যক্তি নামে এই হিসাব খুলতে পারবেন কিন্তু কোন প্রতিষ্ঠানের নামে খোলা যাবে না।
- হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২কপি সত্যায়িত ছবি লাগবে।
- বৈধ জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন পত্র/ বৈধ পাসপোর্ট এর সত্যায়িত কপি।

-- বিস্তারিত জানতে আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।

ঙ) মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হইলেঃ :

- যে কোন সময় শাখা প্রধান বরাবর আবেদন করে স্বীয় হিসাব বন্ধ করতে পারবেন।

- ৬ মাস পূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে কোন মুনাফা প্রদান করা হবে না।

- ৬ মাস পর এবং মেয়া উত্তীর্ণের পূর্বে হিসাবটি বন্ধ করলে চলমান সঞ্চয়ী হিসাবের মুনাফা হারের অতিরিক্ত ১% হারে মুনাফা প্রদেয় হবে। মেয়াদ পূর্তির পূর্বে আমানতকারীর মৃত্যু হলে ঐ তারিখেই হিসাবটি বন্ধ হয়ে যাবে এবং নিয়ম অনুয়ায়ী হিসাবের স্থিতি নমিনী/ নমিনীগনকে পরিশোধ করা হবে।

   
চ) ঋণসুবিধা  

- মেয়াদ কমপক্ষে ০২ বছর পূর্ণ হতে হবে

- ঋণসীমা, হিসাবের স্থিতির সর্বোচ্চ ৮০ শতাংশ

- ঋণের সময় কাল- ১২ মাস, তবে সংশ্লিষ্ট হিসাবের মেয়াদের মধ্যে নবায়নযোগ্য

ঋণের প্রকৃতি- ওভার ড্রাফট

মুনাফার হার- বিদ্যমান মুনাফা হারের ৩% বেশি

পরিশোধ পদ্ধিতি- ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে কিংবা এককালীন পরিশোধযোগ্য

মঞ্জুরীর ক্ষমতাঃ শাখা প্রধান

ঋণ প্রাপ্তির যোগ্যতা - কেবলমাত্র চালু হিসাবের ক্ষেত্রে এ ঋণ মঞ্জুর করা যাবে।

     

 

-- বিস্তারিত জানতে আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।